
বর্তমানে প্রায় আমরা সকলেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি । আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের ফাইল থাকে হতে পারে সেটা কেন ছবি বা ভিডিও বা অন্য কিছু যা নিজে ছাড়া কাউকে দেখাতে চাই না। তাই এগুলো লুকিয়ে রাখার জন্যে আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের লক সফটওয়্যার গুলো যা দিয়ে ফাইল গুলো লক করে রাখা যায়।
কিন্তু আমাদের অনেকের কাছে এটা একটা বিরক্তিকর ব্যাপার মনে হয়। কারণ আলাদা করে অ্যাপ ডাউনলোড করে ফাইল লক করে রাখা অনেক ঝামেলা।
তাই আজ আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে সহজেই মোবাইলে ফাইল লুকিয়ে রাখতে পারবেন।
কিন্তু আমাদের অনেকের কাছে এটা একটা বিরক্তিকর ব্যাপার মনে হয়। কারণ আলাদা করে অ্যাপ ডাউনলোড করে ফাইল লক করে রাখা অনেক ঝামেলা।
তাই আজ আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে সহজেই মোবাইলে ফাইল লুকিয়ে রাখতে পারবেন।
চলুন শুধু করা যাকঃ
১। প্রথমে আপনার ফোনের ফাইল ম্যানেজার সফটওয়্যারটি ওপেন করুন।
২। এরপর একটি নতুন ফোল্ডার করুন এবং যে সকল ফাইল অর্থ্যাৎ ছবি,ভিডিও, ইত্যাদি লুকিয়ে রাখতে চান তা ঐ নতুন ফোল্ডারে Cut/Move করে রাখুন।
৩। এখন ঐ নতুন ফোল্ডারটি Rename করে নামের আগে এক ডট(.) বসিয়ে দিন যেমন: (.FolderName)
তারপর দেখুন নতুন ফোল্ডার টি আর খঁজে পাওয়া যাচ্ছে না!!!
তাহলে এখন আপনার ফাইল গুলো লুকানো হলো।
এখন যেভাবে লুকানো ফাইল খুঁজে পাবেনঃ
এখন আপনার লুকানো ফাইল গুলো যখন প্রয়োজন হবে তখন ফোনের ফাইল ম্যানেজার ওপেন করে সেটিংস (Setting) গিয়ে Show Hidden File নামক অপশন ওটা চালু করে দিবেন তখন লুকানো ফাইল পেয়ে যাবেন এবং কাজ শেষে অপশন টি অফ করে দিবেন।
Check This Out:
উত্তর দিনমুছুনThugsofBD.com - Know For Sharing | Bangladeshi Tech Forum and Community.
Check This Out:
How To Write Quality SEO Articles To Increase Visitors