
গ্রামীণফোন নতুন সিম অফার। সকল নতুন গ্রামীণফোন প্রিপেইড (নিশ্চিন্ত), ডিজুস, বন্ধু, গ্রামীণফোন পাবলিক ফোন এবং ভিলেজ ফোন সংযোগে নিম্নোক্ত অফারগুলো উপভোগ করতে পারবেন।
নতুন সিমে যা যা পাচ্ছেনঃ
- নতুন সংযোগে পাবেন ৫ টাকা রিচার্জ অ্যামাউন্ট যা সিমের দামের সাথে অন্তর্ভুক্ত
- ভিলেজ ফোন-এ গ্রাহকগণ পাবেন ৫০ টাকা রিচার্জ অ্যামাউন্ট যা সিমের দামের সাথে অন্তর্ভুক্ত
- উপরোক্ত অ্যামাউন্ট-এর মেয়াদ প্রাপ্তির দিন থেকে ৩০ দিন হবে (বিতরণের দিনসহ)
- অ্যামাউন্ট জানতে ডায়াল *৫৬৬#
- ইন্টারনেট ব্যবহারে গ্রাহককে নতুন সিমে ১.২২ / এমবি, ৬.০৮৭৫ টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।
- ডেটা প্যাক কিনতে ডায়াল করুন * 121 * 3 #। (উল্লিখিত দামগুলি এসডি, এসসি এবং ভ্যাট সহ অন্তর্ভুক্ত)।
প্রথমবার ৩৪ টাকা রিচার্জে ফ্রি ইন্টারনেট, ১ পয়সা প্রতি সেকেন্ড:
- প্রথমবার ঠিক ৩৪ টাকা (ফ্লেক্সিলোড থেকে) রিচার্জে গ্রাহকগণ ২৪ ঘণ্টা যেকোনো লোকাল নম্বরে ১পয়সা/সেকেন্ড কল রেটে কথা বলতে পারবেন, যার মেয়াদ ৩০ দিন। সাথে পাবেন ৭ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট
- "যেকোনো লোকাল নম্বর” বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন এবং জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়।
- স্পেশাল ট্যারিফ শেষে গ্রাহকগণ রেগুলার প্যাকেজ রেট উপভোগ করবেন
- স্পেশাল লোয়ার ট্যারিফ-এ থাকা অবস্থায় অন্য কোনো লোয়ার ট্যারিফ প্রযোজ্য হবে না। বোনাস অ্যামাউন্ট, বোনাস মিনিট বা ইমার্জেন্সি ব্যালেন্স-এ লোয়ার ট্যারিফ প্রযোজ্য হবে না এবং এগুলো আগে ব্যবহৃত হবে
- বোনাস ও মেয়াদ জানতে ডায়াল *১২১*১*২#
- প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য, এরপর ৩৪ টাকা রিচার্জের অফার প্রযোজ্য হবে না। ক্যাম্পেইন চলাকালীন উল্লেখিত রিচার্জ পয়েন্টসমূহ (৩৪ টাকা, ১৭ টাকা, ৬৬টাকা) শুধুমাত্র নতুন সংযোগ গ্রহণকারী গ্রাহকের জন্য প্রযোজ্য হবে এবং অন্য সকল গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে।
দ্বিতীয় রিচার্জ অফার: ৬৬ টাকা রিচার্জে ১১০ মিনিট (যে কোন অপারেটর)
- শুধুমাত্র ঠিক ৬৬ টাকা দ্বিতীয় রিচার্জে (সকল চার্জ অন্তর্ভুক্ত) উপযুক্ত নতুন প্রিপেইড গ্রাহকগণ ১০ দিন মেয়াদে ১১০ মিনিট কেনার সুবিধা উপভোগ করতে পারবেন
- দ্বিতীয় রিচার্জ অফার শুধুমাত্র দ্বিতীয়বার রিচার্জের জন্য প্রযোজ্য। যদি গ্রাহক ৬৬ প্রথম বা তৃতীয় বা পরবর্তী রিচার্জ করেন তবে তিনি অফারটি পাবেন না।
- দ্বিতীয় রিচার্জ প্রথম দুই দিনের মধ্যে হতে হবে (এক্টিভেশনের দিন + ১ দিন ) তারপরে - এই ৬৬ টাকা দ্বিতীয় রিচার্জ অফারটি গ্রাহকের জন্য প্রযোজ্য হবে না।
- উপযুক্ত গ্রাহকগণ শুধুমাত্র একবার দ্বিতীয় রিচার্জ অফারটি কেনার সুবিধা উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন চলাকালীন ৬৬ টাকা রিচার্জ পয়েন্ট শুধুমাত্র উপযুক্ত নতুন সংযোগ গ্রহণকারী গ্রাহকের জন্য প্রযোজ্য হবে এবং অন্য সকল গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে।
- অফারের মূল্য সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ সহ।
বিশেষ বান্ডেল অফার :
নতুন সিম অফারের আরো বিস্তারিত:
- সকল নতুন গ্রামীণফোন প্রিপেইড (নিশ্চিন্ত, ডিজুস) এবং নতুন প্রিপেইড পোর্ট-ইন গ্রাহকগণ এই অফার উপভোগ করতে পারবেন।
- এই অফার শুধুমাত্র সংযোগ চালু হবার দিনের জন্য প্রযোজ্য (এক্টিভেশনের দিন)। এই অফার শুধুমাত্র প্রথম দিনের/এক্টিভেশনের দিনের মধ্যে নিতে হবে তারপরে অর্থাৎ এক্টিভেশনের দ্বিতীয় দিন থেকে - এই ১১৯ টাকা অফারটি গ্রাহকগণের জন্য প্রযোজ্য হবে না।
- উপযুক্ত গ্রাহকগণ শুধুমাত্র একবার এই অফারটি কেনার সুবিধা উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন চলাকালীন ১১৯ টাকা রিচার্জ পয়েন্ট শুধুমাত্র উপযুক্ত নতুন সংযোগ গ্রহণকারী গ্রাহকের জন্য প্রযোজ্য হবে এবং অন্য সকল গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে।
- এই অফারটি পেতে গ্রাহককে ঠিক ১১৯ টাকা ফ্লেক্সিলোড থেকে (সকল চার্জ অন্তর্ভুক্ত) রিচার্জ করতে হবে। অফারের মূল্য সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ সহ।
১৭ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট:
- গ্রাহকগণ ১৭ টাকা রিচার্জে (সকল চার্জ অন্তর্ভুক্ত) ৭ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট কেনার সুবিধা উপভোগ করতে পারবেন
- রিচার্জের ক্ষেত্রে: গ্রাহককে ঠিক ১৭ টাকা ফ্লেক্সিলোড থেকে (সকল চার্জ অন্তর্ভুক্ত) রিচার্জ করতে হবে ৭ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট কিনতে
- গ্রাহকগণ প্রতি মাসে সর্বোচ্চ একবারই ফ্লেক্সিলোড থেকে ১৭ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন
- ১৭ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) ১ জিবি ইন্টারনেট অফারটি সংযোগ চালু হওয়ার মাস সহ ৯ মাস পর্যন্ত চালু থাকবে
- ১৭ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) ১ জিবি ইন্টারনেট অফারটির মেয়াদ ৭ দিন
- ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকগণ সর্বোচ্চ ৯ বার অফারটি নিতে পারবেন
- ক্যাম্পেইন চলাকালীন ১৭ টাকা রিচার্জ পয়েন্ট শুধুমাত্র নতুন সংযোগ গ্রহণকারী গ্রাহকের জন্য প্রযোজ্য হবে এবং অন্য সকল গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে।
- প্রতি মাসে কেনার অবশিষ্ট সুযোগ জানতে ডায়াল *১২১*১১১১#
- ইন্টারনেট ভলিউম শেষ হবার পর ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা ১.০০ /MB চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫MB পর্যন্ত। একই রেটে ২০০MB পর্যন্ত নিরবিছিন্ন ইন্টারনেট সংযোগ অব্যাহত রাখতে ডায়াল করুন *121*3352# অথবা ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#.
- সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য
নতুন গ্রামীণফোন প্রিপেইড সিমে ফ্রি বায়োস্কোপ বান্ডেল
নতুন গ্রামীণফোন প্রিপেইড (নিশ্চিন্ত এবং ডিজুস) গ্রাহকগণ ৭ই মে,2020 থেকে ‘বায়োস্কোপ প্রাইম পাস’ প্রথম মাসে ফ্রি সাব্সক্রিপশন করতে পারবেন (5GB বায়োস্কোপ
স্ট্রিমিং ইন্টারনেট সহ).
অন্যান্য তথ্য:
- নতুন গ্রামীণফোন প্রিপেইড (নিশ্চিন্ত এবং ডিজুস) গ্রাহকগণ USSD *121*5347# ডায়াল করে প্রথম মাসে বায়োস্কোপ প্রাইম পাসের ফ্রি সাব্সক্রিপশন ( 5GB বায়োস্কোপ
স্ট্রিমিং ইন্টারনেট সহ) ৩০ দিনের জন্য উপভোগ করতে পারবেন । - নতুন গ্রামীণফোন প্রিপেইড (নিশ্চিন্ত এবং ডিজুস) গ্রাহকগণ কে এই ফ্রি বায়োস্কোপ অফারের জন্য ৩০ দিনের মধ্যে USSD *121*5347# ডায়াল করতে হবে।
- ফ্রি বায়োস্কোপ অফারটি শুধুমাত্র প্রথমবারের/ একবারের জন্য প্রযোজ্য । নতুন গ্রামীণফোন প্রিপেইড (নিশ্চিন্ত এবং ডিজুস) গ্রাহকগণ কেবল একবারের জন্য এই ফ্রি অফারটি উপভোগ করতে পারবেন।
- ফ্রি বায়োস্কোপ অফারটি শুধুমাত্র নতুন সংযোগ গ্রহণকারী (নিশ্চিন্ত এবং ডিজুস) গ্রাহকের জন্য প্রযোজ্য হবে এবং অন্য সকল গ্রাহকগণের জন্য অফারটি প্রযোজ্য হবে না।
0 Comments: